Head Of The Department
মেকানিক্যাল টেকনোলজিতে কেন ভর্তি হবেন:
বর্তমান সময়ে আধুনিক যন্ত্রপাতির ব্যাপক ব্যবহার আর সকল আধুনিক যন্ত্রপাতি পরিচালনা রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজন দক্ষ জনবল। এই দক্ষ জনবল হিসেবে নিজেকে গড়ে তুলতে ডিপ্লোমা ইন মেকানিক্যাল টেকনোলজি হতে পারে আপনার মূল সহায়ক।
একটি দেশ উন্নয়নের জন্য যে বিষয়টি জড়িত থাকে তা হচ্ছে দক্ষ প্রকৌশলী মানে কারিগরি শিক্ষা, তাই এই শিক্ষার অন্যতম শিখড় হলো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, যাকে প্রকৌশলীদের মা বলা হয়। বর্তমানে বাংলাদেশে প্রতিনিয়ত শিল্প ব্যবস্থা গড়ে উঠছে। এই শিল্পকে পরিচলনা করার জন্য মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের প্রয়োজনীয়তা সবচেয়ে জরুরী। তাই বলা হয় যেখানে মেশিন সেখানে মানুষ তথা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার।
যেসব বিষয় নিয়ে মেকানিক্যাল টেকনোলজিতে পড়ানো হয়:
বর্তমানে ডিপ্লোমা ইন মেকানিক্যাল টেকনোলজিতে নতুন নতুন অনেক বিষয় সংযোজন করা হয়েছে। যা চতুর্থ প্রজন্মের শিল্প যুগে খুবই গুরুত্ব বহন করবে। মেকানিক্যাল ড্রয়িং, মেশিন ডিজাইন, ইঞ্জিনিয়ারিং থার্মোডাইনামিক্স, স্ট্রেংথ অব ম্যাটেরিয়াল, মেকানিক্যাল ওয়ার্কশপ প্র্যাকটিসসহ আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।
মেকানিক্যাল টেকনোলজির কর্মক্ষেত্র:
সরকারি প্রতিষ্ঠান: Roads and Highway Department (R & HD), Public Work Department (PWD), BADC ,LGED, ইত্যাদিতে উপ-সহকারী প্রকৌশলী পদে চাকরির সুযোগ রয়েছে ।
স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান: Water Development Board (WDB), Power Development Board (PDB), DESCO, BRTC, PGCB, WASA, পরমানু শক্তি কমিশন, বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণা কেন্দ্র, বাংলাদেশ পাট উন্নয়ন বোর্ড, বাংলাদেশ শিপিং কর্পোরেশন ও বিভিন্ন গ্যাস ফিল্ড ইত্যাদিতেও উপ-সহকারী প্রকৌশলী পদে চাকরির সুযোগ রয়েছে।
এছাড়া দেশের বিভিন্ন মেডিকেল ইন্সট্রুমেন্ট, টেক্সটাইল সেক্টর, অটোমোবাইল কোম্পানি, টিভি চ্যানেল, গার্মেন্টস শিল্প, ওষুধ কোম্পানী, সিমেন্ট ও রড কোম্পানী এবং যেকোন ইন্ডাস্ট্রিয়াল ফ্যাক্টরীতে চাকরির সুযোগ রয়েছে।
অন্যদিকে, সরকারি ও বেসরকারি পলিটেকনিকগুলোতে জুনিয়ার ইনস্ট্রাক্টর এবং ভোকেশনাল ইনস্টিটিউটগুলোতে ইনস্ট্রাক্টর পদেও চাকরির সুযোগ রয়েছে ।
উচ্চ শিক্ষার সুযোগ: ডিপ্লোমা করার পর বিএসসি ইঞ্জিনিয়ারিং করার জন্য সরকারিভাবে ডুয়েটে সুযোগ আছে। এছাড়া অনেক প্রাইভেট প্রতিষ্ঠানেও বিএসসি ইঞ্জিনিয়ারিং করার সুযোগ রয়েছে।
Head Of The Department
Mechanical Engineering focuses on designing, developing, and maintaining machines and mechanical systems. It covers areas like manufacturing, robotics, thermodynamics, and automotive engineering and plays a key role in industries such as aerospace, energy, and transportation. This field blends theory with practical applications to solve real-world engineering challenges.
Arif Hasan
“The department provides excellent practical exposure through well-equipped workshops.”
Nusrat Jahan
“The faculty is knowledgeable, and the hands-on projects help build real skills.”
Optio, ullamcorper porro dolores distinctio cubilia euismod tristique autem aspernatur odio facilisi? Mi tristique omnis elementum interdum porta? Incididunt inceptos, sollicitudin eget architecto? Sapien? Tempus.